মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
অবশেষে সব জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের গেজেট প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০২০ ইং) বিকালে ছুড়ান্ত হওয়া গেজেট নোটিফিকেশনে এই জেলায় আবারো চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বান্দরবান জেলা আ.লীগের সভাপতি ও ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ১০ বছর অতিক্রম করা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তাকে আরও ৫ বছর মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- জেলা শহরের লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর, ক্যসা প্রূ মার্মা,সিং ইয়ং ম্রো,সত্যজা পানজি ত্রিপুরা,তিং তিং ম্যা,লামার শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল,আলীকদমের দুংড়ি মং মার্মা,থানচির শৈ হ্লাচিং মার্মা,রোয়াংছড়ির কাঞ্চন জয় তংচংগা, সিং অং খুমি,নাইক্ষ্যংছড়ির ক্যনে ওয়ান চাক,রুমার জুয়েল বম। প্রসংগত,গত বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আর্দেশক্রমে উপসচিব সজল কান্তি বণিক বর্ণিত গেজেট নোটিফিকেশনের সাক্ষর করেন।
CBALO/আপন ইসলাম