মোঃ আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধিঃ
রক্ত দিন, জীবন বাঁচান এই স্লোগান বাস্তবায়নের লক্ষে মহান বিজয়ের মাস উপলক্ষে বন্ধু স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর উদ্যোগে সকল শ্রেনী নাগরিকদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০ খ্রি. সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত নাগরপুর সরকারি কলেজ প্রধান গেটে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পালিত হয়েছে। প্রায় দুই শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।প্রতিষ্ঠাতা সভাপতি মো.আশিক এর পরিচালনায়, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবির(ভিপি হুমায়ুন) প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
চিকিৎসক হিসাবে উপস্হিত ছিলেন, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিংডিরেক্টর(এমডি) মেডিসিন গবেষক, কনসালটেন্ট ও প্রভাষক ডা.এম.এ.মান্নান, মেডিকেল অফিসার(হোমিও) ডা.কাওছার খান, মেডিকেল সহকারী মো.মকবুল হোসেন।স্বেচ্ছাসেবক হিসাবে উপস্হিতি ছিলেন, মো.শহিদুল, মো.শাহাদত, মো.সজিব, মো.জাকারিয়া, মো.সুমন, মো.শাওন, মো.ফয়সাল, মো.আল আমীন প্রমুখ।
CBALO/আপন ইসলাম