শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নারী-পুরুষের বৈষম্য আগের চেয়ে অনেক কমে এসেছে – ঝালকাঠি জেলা প্রশাসক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৪:১৬ অপরাহ্ণ

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:

“আগের চেয়ে বর্তমানে নারী-পুরুষের বৈষম্য অনেক কমে এসেছে। পেশীশক্তির কারণে নারীরা পুরুষের কাছে নির্যাতিত হয়ে থাকে। নারীর চেয়ে পুরুষের শক্তি বেশি থাকায় এ ধরনের পরিস্থিতির শিকার হয়ে থাকে নারীরা। বর্তমানে নারীরা কোন কোন ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। তিনি নারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। নারীদের উন্নয়নে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।” গতকাল বুধবার  সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসন হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস ২০২০ “জায়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ  জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী জেলা প্রশাসক মো: জোহর আলী এসব কথা বলেন।

 

ঝালকাঠি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  মো: আরিফুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মিসেস আনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মাহমুদা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ পরিচালক মো: মিজানুর রহমান, ঝালকাঠির বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথীবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন আক্তার।অনুষ্ঠানে ৩ জন জয়িতাকে সম্মাননা প্রদান কনা হয়।জয়িতারা হলেন শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নলছিটির একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, সফল জননী কাঠালিয়া নিবাসী হোসনেয়ারা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী ঝালকাঠি শহরের ফাতেমা বেগম মুক্তা।

সভায় বক্তারা বলেন, আজকাল নারীর পাশাপাশি পুরুষরাও নির্যাতিত হচ্ছে। নারী পুরুষ ভেদাভেদ ভুলে সমাধিকার তৈরির মানসিকতা সৃষ্টি করতে হবে। বেগম রোকেয়া নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখেছেন।তিনি  অক্লান্ত পরিশ্রম করে মহীয়সী নারী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। জয়িতাদেরকেও  বেগম রোকেয়াকে অনুসরণ পরামর্শ প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন আসতে আসতে নারী নির্যাতন সমাজ থেকে কমে আসবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর