সংবাদ ডেস্ক: কোভিডে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর। শেষ পর্যন্ত রবিবার রাত ৩টরি দিকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সহকর্মীরা।
সম্প্রতি শরীরে অক্সিজেনে মাত্রা কমতে শুরু হওয়ায়, অসুস্থ হয়ে পড়েন দিব্যা ভাটনগর। অভিনেত্রীর মা এবং পরিবারের সদস্যরা তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকাকালীন ফের করোনায় আক্রান্ত হন দিব্যা। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয় দিব্যার লড়াই কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বৃথা হয়ে গেল।
দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন টেলি টাউনের তারকারা। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, দিব্যা যেখানেই থাকুন, এবার ভালো থাকুন। সমস্ত দুঃখ, কষ্ট থেকে এবার দিব্যা সুরাহা পেয়েছেন। তার আত্মার চিরশান্তি কামনা করে ভেঙে পড়েন দেবলীনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস