মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের চৌরাস্তায় ওই কর্মসুচি পালন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান সহ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফকিরগঞ্জ বাজার সহ গুরুত্বপুর্ণ সড়ক সহ উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে ( ফকিরগঞ্জ বাজারের চৌরাস্তায়) সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানিয়ে বলেন, সম্প্রতি মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের রুখতে হবে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গিকারবদ্ধ।
সে লক্ষ্যেই কাজ করছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র মদদ দিয়ে এই মৌলবাদী গোষ্ঠীকে মাঠে নামিয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। সমাবেশে আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সম্পাদক সাজ্জাদ সেলিম, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাজেদুর রহমান বকুল, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
CBALO/আপন ইসলাম