মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইন নিউজ পোর্টাল এ খালভার্ট নিয়ে একটি নিউজ প্রকাশের পর এবার শুরু হলো পুনঃনির্মাণের কাজ। উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের শহর আলী প্রধানের বাড়ি সংলগ্ন (মসূয়া বাজার থেকে ভূইয়া বাজার হয়ে পাকুন্দিয়া) চলাচলের একমাত্র রাস্তার ওপর থাকা খালভার্টটি ভেঙে যায় বিগত চার মাস আগে। গত মাসে পাকুন্দিয়া প্রতিদিন নামক অনলাইন পত্রিকার এক সংবাদকর্মীর পর্যবেক্ষণ কালে চোখে পড়ে এ জনদূর্ভোগের খালভার্টটি। অনলাইন নিউজ পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিনে ১৪ই নভেম্বর, ২০২০ইং এ এক সংবাদ প্রকাশ করা হয়।
উক্ত সংবাদ প্রকাশের ১৫ কার্য দিবসের মধ্যেই দেখা যায় খালভার্টটি পুনঃনির্মাণের পদক্ষেপ জোরদার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল। খালভার্টটি পুনঃনির্মাণ কাজের শুভ উদবোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান। বর্তমানে খালভার্টের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্ত সাত মিটার হবে বলেও জানা যায়। স্থানীয় জনগণ চেয়ারম্যানের এ মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং উক্ত কাজের সঠিকমান নিশ্চিত করে সফল ভাবে বাস্তবায়নের প্রত্যাশা করছে।
CBALO/আপন ইসলাম