মোঃ আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়। নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন টাঙ্গাইল -৬, (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটু ।
রবিবার দুপুরে উপজেলার চাষাভাদ্রা গ্রামের নিহতদের বাড়ীতে উপস্থিত হয়ে সাংসদ আহসানুল ইসলাম টিটুর পক্ষে পরিবারের হাতে নগদ ৬০ হাজার টাকা তুলে দেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল মোল্লা ও সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ঝর্ণা বৈদ্যের পরিবারের ৬ সদস্য মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
CBALO/আপন ইসলাম