শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ণ

মোঃ জামিল হায়দার (জনি) নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের প্রতিহত করতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নলডাঙ্গা বাজার ঘুরে পৌরসভার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এ্যাড.আঞ্জুয়ারা পারভীন রত্না,পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ মাস্টার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার,১নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল রহমান বাবু, জেলা পরিষদের সদস্য রইচ উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদসহ প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের মদদ পুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্টি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা সহ বিভিন্ন বিভ্রান্তিমুলক বক্তব্য দিয়ে দেশে বিশৃংখলার চেষ্টা চালাচ্ছে। তারা এভাবে দেশকে অকার্য়কর রাষ্ট্র বানানোর চেষ্টায় লিপ্ত। তারা আরো জানান, দেশ যখন নানা প্রতিকুলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে তখনই একটি মহল এর বিরদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর সৈনিকরা বসে থাকবেনা। তাদের এই হীন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর