বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
রাতের অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের উদ্যেগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষাভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে মিছিল টি শেষ হয়। মিছিল শেষে সাম্প্রাদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা বলেন, যারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,রামগড় পৌর আওয়ামীলীগ এর সভাপতি রফিকুল আলম কামাল,সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও প্রদেশ ত্রিপুরা সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
CBALO/আপন ইসলাম