মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ
নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমানননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার জয়বাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি মুড়ালে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল সহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামীলীগের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম