মো.নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরিতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ মির হোসেন (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দিদারুল মেহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইলেক্ট্রিশিয়ান মির হোসেন লামা উপজেলার লাইনঝিরি এলাকার জামাল উদ্দিনের ছেলে। আজ শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে লাইনঝিরিস্থ আবুল খায়ের টোব্যাকো অফিসের পিছনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।