সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা এই প্রথমবারের মতো তাদের নিজ প্রাঙ্গনে আয়োজন করতে যাচ্ছে হাল্ট প্রাইজের কার্যক্রম। বিশ্বের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই বছরে তাদের সকল কার্যক্রম হচ্ছে অনলাইন ভিত্তিক। হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমেদ আসকার এবং এটির ফান্ডিং করেন সুইডিশ ব্যবসায়ী বার্টিল হাল্ট। হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে পৃথিবীর সকল যুব সমাজকে এমনভাবে কাজে লাগানো যেন তারা পরবর্তীতে দেশ, জাতি ও পৃথিবীর কল্যানে ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যে ২০১০ থেকে এখন পর্যন্ত হাল্ট প্রাইজ ফাউন্ডেশন আয়োজন করে যাচ্ছে বিভিন্ন কার্যক্রমের।
যার মধ্যে খাদ্য ও পানি নিরাপত্তা, শিক্ষা, বৈশ্বিক পরিবর্তন, বেকারত্ব ইত্যাদি বিষয়ের উপর প্রতিযোগীতার মাধ্যমে বেড় করে আনা হচ্ছে চমৎকার বিজনেস আইডিয়া। ইউনিটেড নেশনন্স ও বিল ক্লিন্টনের সহায়তায় হাল্ট পরিবার প্রতি বছর বিজয়ী দলকে দিচ্ছে ১ মিলিয়ন ইউ এস ডলার তাদের বিজনেস পরিকল্পনাকে কার্যকর করতে। তাদের এই বছরের কার্যক্রম হচ্ছে “ফুড ফর গুড”। এই বছর গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রাবনী ইসলাম এই প্রথমবারের মতো হাল্ট প্রাইজ ফাউন্ডেশনকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি হাল্ট প্রাইজ অ্যাট কলেজ অফ হোম ইকোনোমিক্স এর ক্যাম্পাস ডিরেক্টর। এছাড়া আছেন ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর জিনিয়া তাসনিম। আরো আছে সম্মানিত ৯ জন অর্গানাইজিং কমটি মেম্বার্স ও ভালান্টিয়ার্স।
টিম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় ২৫ নভেম্বর ২০২০ রাত ৮.০০ থেকে এবং শেষ সময় ০৩ ডিসেম্বর ২০২০রাত ১১.৫৯ মিনিটে। আমাদের প্রতিযোগীতা শুরু হবে ০৭ ডিসেম্বর ২০২০ রাত ৭.০০ টায়। সম্মানিত জাজ প্যানেলের আদেশক্রমে নির্বাচিত একটি দল সুযোগ পাবে রিজিওনাল পর্যায়ে যাবার। আমাদের সকল কার্যক্রম সম্পন্ন হবে জুম মিটিং-এর মাধ্যমে।
### Email: OfficialhultprizeatHEC@gmail.com
Facebook: Hult Prize at College of Home Economics