মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলা সরই ইউনিয়নের বু্রাবইন্না জাকারিয়া আলম প্রকাশ মিন্টু নামের এক টমটম চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (০২ ডিসেম্বর,২০ ইং) সকাল ৭টায় পুটিবিলা ইউনিয়নের নয়া বাজার এলাকায় সরই হতে লোহাগাড়া যাওয়া পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ সরই ইউনিয়নের বুরাবইন্না এলাকায় তার বাড়িতে আনা হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানায়,দুর্ঘটনা স্থলে গতরাতে নয়া বাজার এলাকার লোকজন প্রশাসনকে না জানিয়ে দুইটি গতিরোধক (স্প্রিড ব্রেকার) দেয়।
সকাল ভোরে টমটম নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে রাস্তায় গতিরোধক দেয়ায় দুর্ঘটনা হয়েছে বলে তারা জানায়৷ গতিরোধকে ধাক্কা লেগে টমটম উল্টে গিয়ে চালক মিন্টুর গায়ের উপরে চাপা পড়ে সে মারা যায়। আহত মিন্টুকে লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মিন্টুর ১ সন্তান ও স্ত্রী রয়েছে জানা যায়।
CBALO/আপন ইসলাম