শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যতিক্রমি উদ্যোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ

দুলাল হক , ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকে করোনার দ্বিতীয় ঢেউ’র বিস্তার ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউ’র বিস্তার ঠেকাতে জনসাধারণকে মাস্ক পড়তে ব্যতিক্রমভাবে উদ্বুদ্ধ করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকালে শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর নির্দেশনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান ও ফজলে রাব্বানী চৌধুরী জনসমাগম পূর্ণ স্থানে মাস্ক পরিধান করা পথচারী, দোকানদার, রিক্সা চালক, ছাত্র-ছাত্রীসহ অনেককে ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে মাস্ক উপহার দেন।

এসময় পথচারী, জনসাধারণ জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং “আমি মাস্ক পরছি, আপনি পরছেন তো?” শীর্ষক প্ল্যাকার্ড তুলে ধরে সংহতি প্রকাশ করেন অনেকে।

জনসচেতনতার পর্যায়ক্রমে সফ্ট, মডারেট ও হার্ড পর্যায়ে যাবে বলে জানান জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। তিনি আরও জানান, করোনাকালীন সময়ে যারা মাস্ক পরবে না তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫’শ, ১ হাজার বিভিন্ন অংশে আর্থিক জরিমানা করা হবে। জনসচেতনতার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর