সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের আউশনারা (মোটের বাজার) দি সিটি ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউশনারা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ লা ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মধুপুরের আউশনারাতে ট্রাক অফিস ভবনের দ্বিতীয় তলায় এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দি সিটি ব্যাংকের কার্যক্রমের শুভসূচনা করা হয়।
দি সিটি ব্যাংক লিমিটেড এর টাঙ্গাইল জেলার প্রধান কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত,দোয়া ও মিলাদ মাহফিল।
এছাড়াও আউশনারা কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় দি সিটি এজেন্ট ব্যাংক লিমিটেড গারোবাজার শাখার বিভিন্ন কর্মকর্তা সহ দি সিটি ব্যাংক লিঃ এর বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা বৃন্দ সিটি ব্যাংকের সকল সেবা সমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গারোবাজার শাখার ম্যানেজার, নাহিদ হাসান, আবদুস সালাম, ফারুক হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল,ইউপি সদস্য শাহাজাদা মণ্ডল, ইউপি সদস্য আছমা বেগম সহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ। সবশেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
CBALO/আপন ইসলাম