মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় পর্যায় মোকাবেলায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল ১০ থেকে ১২ দুপুর পর্যান্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাক্স না পরায় ৩৩ জন কে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করে। ছাড়া ৩০জনকে মাক্স বিতারন ও ১৫০জন কে মাক্স ক্রয় করতে বাধ্য করেন।জানা গেছে, সরকারের নির্দেশনা অমান্য করে বাজারে মাক্স বিহীন ঘোরা ঘুরি করার অপরাধে মঙ্গলবার সকাল ১০ থেকে ১২ টা দুপুর পর্যান্ত নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, ‘ করোনা সতর্কতা না মানায় এবং মাক্স না পরায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কে এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি মোঃ মিরাজুল ইসলাম, অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক মনির হোসেন প্রমুখ।
CBALO/আপন ইসলাম