খন্দকার মোহাম্মাদ আলী:
সিরাজগঞ্জের কামারখন্দে এক তাঁত শ্রমিকের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের তাঁত শ্রমিক ইউসুফ আলী শেখের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
এ ঘটনায় সদ্য নির্মিত চৌচালা টিনের একটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঘর মালিক ইউসুফ আলী শেখ।
এ ব্যাপারে কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আফসার আলী জানান, বসত ঘরে আগুন লাগার বেশ কিছুক্ষণ পর আমরা খবর পাই। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
CBALO/আপন ইসলাম