শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

 ঝালকাঠিতে মেয়রের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা উত্তোলনের ঘটনায় ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:০৪ অপরাহ্ণ
 ঝালকাঠিতে মেয়রের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা উত্তোলনের ঘটনায় ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে প্রায় ২০লাখ টাকা আত্মসাতের ঘটনায়  ২২ কর্মচারী কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহনের পর থেকে এই ২২ কর্মচারী  প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্যত তহবিল) থেকে উক্ত অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ফাঁস হওয়ার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে যেকোন মূল্যে’ পুনরায় আর কোন ব্যবস্থা গ্রহন বা আইনগত পদক্ষেপ ঠেকাতে উক্ত ২২ কর্মচারী পৌরসভার দুই শীর্ষ কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক মহলেও দৌড়ঝাপ করছে বলে জানা গেছে।
     পৌরসভার একটি সূত্র জানায়, গত ২২নভেম্বর একজন অফিস সহায়ক মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে এ জালিয়াতির ঘটনা ধরা পরে। এরপরই ব্যাংক থেকে হিসাব বিবরণী উঠালে পুরো বিষয়টি ধরা পড়লে মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বিস্মিত হয়ে যান ও বিষয়টি ঝালকাঠির অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে অবগত করেন। তার নির্দেশে গত ২৬ নভেম্বর মেয়র এক জরুরী সভা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপনকে আহবায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া দেন।
      সূত্রটি আরো জানায়, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পর গত রবিবার “মেয়রের স্বাক্ষর জাল করার ঘটনায় জড়িত ২২কর্মচারীকে সাময়িক ভাবে বরখাস্ত করার চিঠি পৌছে দেয়া হয়েছে এবং পর্যায় ক্রমে পৌরকর্তৃপক্ষ বাদী হয়ে থানায় এফআইআরসহ স্থায়ীভাবে বরখাস্ত করা পদক্ষেপ নেবে। বিষয়টি নিয়ে মেয়র ও ঘনিষ্ট স্বজনরা কঠোর অবস্থান নিয়েছে এবং মেয়াদের শেষ পর্যায়ে এসে নিজেদের রাজনৈতিক ইমেজ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য কোন প্রকার ছাড় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
      অপর একটি সূত্র জানায়, ইতিমধ্যে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ২২ কর্মচারীর অধিকাংশই তাদের অন্যায় স্বীকার ও টাকা পুনরায় তহবিলে জমা দিয়ে দেয়ার অনুমতি চাইছে। এমন কি তরা সবাই একজোট হয়ে যে কোন মূল্যে নিজেদের বাঁচাতে রাজনৈতিক প্রভাবশালী মহল, পৌরসভার দুই শীর্ষ কর্মকর্তা এলাকার জনৈক এক ব্যক্তির স্মরনাপন্ন হয়েছে বলে জানাগেছে।
      এ বিষয়ে ঘটনায় অভিযুক্ত ট্রাক হেলপার মিলন হাওলাদার ও মর্তুজ আলি তাদের চেকে মেয়র স্বাক্ষর দিয়েছে বলে দাবী করেছে এবং অফিস সহায়ক চান জানিয়েছে মেয়রের গনিষ্ট পালবাড়ী এলাকার জনৈক আফজাল তার চেকে মেয়রের কাছ থেকে সই করিয়ে দিয়েছে। আর অভিযুক্ত স্যানিটারী ইন্সপেক্টর সালাম সিকদার বলেন, আসলে এসব চেকে সঠিক ভাবেই মেয়রের স্বাক্ষর করে ছিলেন তবে পৌরসভার নথীতে তা উল্লেখ না থাকায় তিনি আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর