রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় ও আইন-শৃক্সখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন, রির্টানিং কর্মকর্তা জহিরুল ইসলাম, মেহেন্দীগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস প্রমুখ। সভায় উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
CBALO/আপন ইসলাম