শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

নো মাস্ক নো সার্ভিস স্লোগানকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক হাতে রাস্তায় সংসদ সদস্য ও ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ
নো মাস্ক নো সার্ভিস স্লোগানকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক হাতে রাস্তায় সংসদ সদস্য ও ইউএনও

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনামূলক মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃএরশাদ উদ্দিন পথচারী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন। শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃএরশাদ উদ্দিন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিদ্যমান আইন বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চাই।

 

এর মধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সারা উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরে মাস্ক ছাড়া কেউ এলে তাকে কোন সহযোগিতা করা হবে না। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে একযোগে আজ সমগ্র উপজেলাব্যাপী মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে মাস্ক।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর