বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

ই-পেপার

লামায় মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৯:০৯ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হুদা, লামাঃ

মাতামুহুরী নদীতে নিখোঁজের ৬ঘন্টা পর মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে লামামুখ ব্রিজের নিচে নদীতে গোসল করতে গিয়ে পুজা কর্মকার নামে ৭ বছরের এক মেয়ে শিশু পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির পর রাতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুজা কর্মকার পৌরসভা এলাকার লামামুখের বাসিন্দা বিমল কর্মকারের মেয়ে। স্থানীয় ইমাম হোসাইন জানায়, পুজা কর্মকার শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে গোসল করতে নামেন। এসময় পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি পুজা কর্মকার। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ থানায় খবর দেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা শিশুটিকে উদ্ধার অভিযানে নামেন। নিখোঁজের খবর জড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পারে ভিড় করতে থাকে। অবশেষে ৬ঘন্টা ধরে খোঁজাখুজির পর সন্ধ্যা ৭টা ৪৫মিনিটের সময় লামা ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে পূজা কর্মকারকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর