শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

মধুপুরে পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১০:১১ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজার নামক এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন  স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা। গতকাল (২৬ শে অক্টোবর) বৃহস্পতিবার রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রহিমা নামক বৃদ্ধার বাড়ি থেকে তিনটি কুরআন শরীফ গোবরের মধ্যে ফেলে যায়।
শুক্রবার (২৭ শে নভেম্বর) সকালে গোবরের মধ্যে কুরআন শরিফগুলো পাওয়া যায়। আর এই খবর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মধুপুর জলছত্র বাজারে অবস্থান নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরুদ্ধ করে অবস্থান নেয়।
খবর পেয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, “শুক্রবার ভোর সকালে গোবরের মধ্যে রহিমার কুরআন শরীফগুলো পাওয়া যায়। ঐ গবরকারীর পাশে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে  রাত পর্যন্ত নেশাখোর তন্ময়কে এলাকাবাসী নেশাগ্রস্থ অবস্থায় দেখতে পেলে সেখান থেকে তাকে বাসায় পৌছে দেয়।”
এক্ষেত্রে প্রাথমিকভাবে সন্দেহপূর্বক ধারণা করা হচ্ছে, “অশোক বাবুর ছেলে তন্ময় পবিত্র কোরআন শরীফ গোবরে ফেলে ধর্মবিরোধী এই ন্যাক্কারজনক কাজটি করে থাকতে পারে।”
আর এ বিষয়ে বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, “ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এই  ঘটনা নিঃসন্দেহে সকল মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। দ্রুত প্রকৃত দোষীদের সনাক্ত করে শাস্তি কঠিন শাস্তি প্রদান করার দাবী জানাচ্ছি। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়।”
এক বিবৃতিতে সহকারী পুলিশ সুপার কামরান হোসেন বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সবসময়ই সচেতনতার সাথে কাজ করছে। ইতিমধ্যেই একজনকে সন্দেহমূলক গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য স্থানীয় এলাকাবাসী আলেম ওলামাদের ধন্যবাদ জানান।”
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর