রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কে মীরডাঙ্গী কবরস্থান হাফেজী মাদ্রাসার সামনে উটকলবাহি একটি ট্রাক ও পাগলুর সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি(৩৮) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শি ও থানা সুত্রে জানা গেছে এদিন সন্ধায় মীরডাঙ্গী থেকে উটকলবাহি একটি ট্রাক নেকমরদ অভিমুখে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পাগলু আসছিল। পাগলুটি ক্রসিং করতে গিয়ে সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ঐ ব্যক্তির মৃত্যু হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে রাণীশংকৈল থানার এ এস আই খাজিমউদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তবে আমরা তার খোঁজ-খবর নিচ্ছি।
CBALO/আপন ইসলাম