নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
চার দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মচারিরা ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় উপজেলার স্বাস্থ্যসহকারীরা হাসপাতাল চত্বরেই অবস্থান নেন। এ সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে ১৪ গ্রেডে উন্নীত করা, ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীত করা, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের জন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালু করা এবং প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজনের পরিবর্তে দুই জন স্বাস্থ্য সহকারী নিয়োগ করা।
তারা বলেন, আমাদের কারণেই সারা বিশ্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে প্রশংসা কুড়িয়েছে।কিন্তু আমরাই আজ নানাভাবে অবহেলার শিকার। আমরা কাজ করলেও তার কোনো স্বীকৃতি পাই না। আর এ কারণেই আমরা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। দাবি আদায়ে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। প্রয়োজনে সারা দেশে টিকা কর্মসূচি বন্ধ করে দিয়ে দাবি আদায় করা হবে। জানুয়ারির প্রথম দিন থেকে দেশজুড়ে কর্মবিরতি পালনের ঘোষণার প্রচার দিতে তারা এ কর্মসূচি পালন করেন।
CBALO/আপন ইসলাম