ঝিনাইদহ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোলা ষ্ট্যান্ডে অবস্থিত RFL(আর এফ এল) VISION শো-রুম পরিদর্শন পরিদর্শন করলেন”চ্যানেল এস’টিভির রিপোর্টার ও জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জল সাথে ছিলেন ক্যামেরা পার্সন আদিত্য আদনান আনোয়ার।মেসার্স নিশি ইলেকট্রনিক্স,প্রোঃনুরুল ইসলাম বাবু।এখানে এল.ই.ডি টিভি,ফ্রিজ,এসি,রাইচ কুকার,পেসার কুকার,ইন্ডাকশন কুকার,ইনফারেড কুকার,ব্লিন্ডার,ওভেন,আইরন,গ্যাস চুলা,ফ্যান সহ সকল প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারী ও খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয় বলে বাবু জানান।
CBALO/আপন ইসলাম