মোঃ সিয়াম হোসেন, শেরপুর প্রতিনিধঃ
শেরপুরে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ ২৫ নভেম্বর দুপুর ১ টার দিকে সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শেফালী বেগম নিজ বাড়ী থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্নীয়কে দেখতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে হাসপাতালে আসছিল। অন্যদিকে শেরপুর শহর থেকে আরো একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দূর্ঘটনাস্থল সুলতানপুর এলাকায় আসলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শেফালি বেগম মারা যায়। পরে অন্যান্য আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
CBALO/আপন ইসলাম