কে,এম আল আমিন :
সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের এক সভ্রান্ত পরিবারের কৃতি সন্তান মাহমুদুল হাসান বাবলা। ছোট বেলা থেকেই সমাজ সেবা আর সাংস্কৃতিক মন নিয়ে চলাফেরা ছিল তার। ছাত্র জীবনের পাশাপাশি এলাকায় সমাজ সেবা মুলক বিভিন্ন কর্ম কান্ডের সাথে জড়িত থাকায় সবাই তাকে বাবলা ভাই বলে ডাকে।
এলাকায় কন্যাদান,গরীবের সাহায্য,চিকিৎসা সেবা দান,খেলাধুলা,এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট সংস্কার,উপজেলা পর্যায় দাপ্তরিক কোন কাজের সহযোগীতা করে অল্প বয়সে একজন তরুণ সমাজ সেবক হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। বর্তমানে একটি চাকরীতে কর্মরত থাকলেও এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সর্বাত্বক চেষ্টা করে থাকেন। তার সাধ্যমত এলাকার অভাবী মানুষকে সহযোগীতার হাত বাড়িয়েও এলাকায় প্রশংসা কুড়িয়েছেন। তাই মহামারী করোনার ক্লান্তি লগ্নে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, এ দোয়া কামনা করেন। তিনি আরও বলেন,করোনার এই মুহুর্তে সবাই সাধ্যমত অভাবীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সবার পরিবারে ঈদের সুখ বয়ে আসুক।যার যার অবস্থানে থেকে ঈদের আনন্দ উপভোগ করুক।তাই তিনি উল্লাপাড়া ও বড়হর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। পরিশেষে তিনি সবার কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।