সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঈদ উপহার নিয়ে গরীবের পাশে হোড়গাতী কমিউনিটি ট্রাস্ট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২০, ৪:১৯ অপরাহ্ণ

কে,এম আল আমিন :

সলঙ্গা থানার নলকা ইউপির ৯ নং ওয়ার্ডের হোড়গাতী গ্রামের শিক্ষিত,যুব সমাজদের নিয়ে গড়া একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানব উন্নয়ন মুলক “হোড়গাতী কমিউনিটি ট্রাস্ট” নামের একটি সংগঠন তাদের ৯ নং ওয়ার্ডের হোড়গাতী,হাটকান্দা,রতনকান্দি ও চক মনোহরপুর গ্রামের গরীব,দু:স্থ,অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে করোনার শুরু হতে এ পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছেন। প্রাণঘাতী করোনা নিয়ে যখন সবাই আতঙ্কিত, ঠিক এমনই দু:সময়ে অভাবী মানুষদের ঘরে ঘরে চাল,ডাল,আটা,আলু,পেয়াজ, তেল, লবণ ইত্যাদি নিয়ে হাজির হন এই সংগঠনের স্বেচ্ছাসেবক দল।

এই দু:সময়ে খেটে খাওয়া কর্মহীন মানুষদের নামে সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী চুরি নিয়ে এক শ্রেণীর লুটেরা যখন মরিয়া হয়ে লেগেছে, এমন সময় ত্রাণ গ্রহীতার ছবি না তুলে, প্রচার বিহীন বা ফটোসেশনে উৎসাহী না হয়ে দেশের এই ক্লান্তি লগ্নে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। আমি খেয়ে ঘুমাব আর আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এমন সহায়ানুভুতি ও মানবসেবার দৃষ্টি নিয়ে সংগঠনটি করোনা শুরু থেকে কয়েক ধাপে তাদের ওয়ার্ডের ৪ টি গ্রামে গিয়ে অভাবীদের খুজে বের করে রাতের আঁধারে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার তারা এলাকার অসহায়,গরীব ও হতদরিদ্র ১২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চিনি,লাচ্ছা,সেমাই,কিসমিস,তেজপাতা, মসলা,গুড়ো দুধ ইত্যাদির সমন্বয়ে ঈদ উপহার প্যাকেট সামগ্রী তুলে দেন। হোড়গাতী কমিউনিটি ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত আব্দুল বাছেত সরকার জানান,২০০৮ সাল থেকে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা,কন্যাদান,লেখাপড়া,চিকিৎসা সেবা, গৃহ নির্মান সহ বিভিন্ন সহযোগীতায় আমরা এলাকার গরীবদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও জানান,আমরা এলাকার গরীবদের সাথে মিশে থাকতে চাই। প্রানঘাতী করোনার হাত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক,এ কামনায় আল্লাহর সাহায্য কামনা করেন। আমরা যেন প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারি এ জন্য তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর