বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৪:৩৮ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

বর্তমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারনে সীমিত কর্মসুচির মাধ্যমে পঞ্চগড়ের আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের আয়োজনে শনিবার (২১ নভেম্বর) সকালে কর্মসুচির শুরুতে কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সশস্ত্র পতাকা উত্তোলন করা হয়। পরে সশস্ত্র বাহিনী দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীন।

 

অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তফা কামাল সরকার (ফরুক) এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ তাহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুল আলী (সাকি) , মোঃ আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ইদ্রিস আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিত ভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমনের সুচনা করে। যার ফলশ্রুতিতে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয় অর্জন হয়। বিশ্বের মানচিত্রে মথা উঁচু করে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

 

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা বর্তমানে বেঁচে আছেন তাদের সহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওঃ মোঃ বজলুর রহমান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর