বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

ই-পেপার

রাঙামাটিতে তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৩:১৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা প্রতিনিধি:

গতকাল শুক্রবার ২০ নভেম্বর ”রং-তুলিতে বন-পাহাড়ের প্রকৃতি ও জীবন ’শ্লোগান নিয়ে রাঙামাটি শহরের কাঠালতলী রাঙামাটি চারুকলা একাডেমীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নূরুল আলম নিজামী, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার সহধর্মীনী অনামিকা চাকমা প্রমূখ।
এবারের চিত্রপ্রর্দশনীতে রাঙামাটি পার্বত্য জেলা থেকে চিত্র প্রর্দশন করেন চিত্রশিল্পী মো.ইব্রাহিম, বান্দরবন পার্বত্য জেলার জয়দেব রোয়াজা ও খাগড়াছঢ়ি পার্বত্য জেলার খিংসাইমং মারমা।

চিত্রপ্রর্দশনী আগামীকাল রবিবার ২২ নভেম্বর শেষ হবে বলে জানিয়েছেন রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর