আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতাল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত মোকসেদ মল্লিকের ছেলে জাহাঙ্গীর হোসেন মল্লিক (৫০) পারিবারিক কহলের কারনে গত ১৫ নভেম্বর রাতে বিষপান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৭ নভেম্বর তার মৃত্যু হয়। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে বৃহস্পতিবার উপজেলার সেরাল গ্রামে দাফণ সম্পন্ন করা হয়েছে।
হাসপাতাল থেকে লাশ উদ্ধার