কে,এম আল আমিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও মহামারী করোনার এই দুর্যোগ মুহুর্তে এলাকার দু:স্থ, অসহায়,হতদরিদ্র ও গরীব মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার, খাদ্য সামগ্রী ১০০ পরিবারের মাঝে বিতরণ করলেন সিরাজগন্জের সলঙ্গা বাজারে প্রতিষ্ঠিত একমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছিয়া-বছির ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেলে সলঙ্গা বাজারে অবস্হিত ফাউন্ডেশন কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা: মোঃ আখতার হোসেন হিরণ বলেন, দেশে প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবের শুরু হতে আমরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মসজিদে মসজিদে বিশেষ দোয়া, জনসচেতনতা মুলক কার্যক্রম,পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান, হ্যান্ড সেনিটাইজার,মাস্ক,পিপিই বিতরণ সহ সাধ্যমত ত্রাণ সহযোগীতা অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে এলাকার গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্দ্যেগ গ্রহণ করি। এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন,রৌহাদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মোঃ হুমায়ন মিয়া।
এরপর একই দিনে উক্ত কার্যক্রমের ২য় পর্যায়ে সন্ধ্যায় থানার অলিদহ পশ্চিম পাড়া নতুন বাজারেও গরীর,দু:স্থ, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেয়া হয়। এ সময় সম্মানীত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, অলিদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আফছার আলী প্রামানিক,আবু মুসা সরকার, আনোয়ার হোসেন তালুকদার রফিকুল ইসলাম মন্ডল,ছানোয়ার হোসেন তালুকদার সহ অনেকে।