বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে ইট বোঝাই একটি ফিটনেস বিহীন পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে। নিহত চালক মোহাম্মদ নুরুল ইসলাম (৩৮)রামগড় পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মজিবুল হকের ছেলে। স্থানীয়রা জানান,১৮ অক্টোবর (বুধবার ) সকাল ১০ টার দিকে রামগড় সদর ইউনিয়নের দাঁতারাম পাড়ার ব্রিক ফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে (ফেনী-ড-১১-০৫০৪)ট্রাক টি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার নুরুল ইসলাম (৩২) নিহত হয়।
দূর্ঘটনাকবলিত গাড়ির মালিক আব্দুস সাত্তার ও সেলু মিস্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি (তদন্ত)মনির হোসেন জানান,স্থানীয়দের কাছে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। করা হয়েছে।
CBALO/আপন ইসলাম