বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ার ওসি ও এসিল্যান্ড করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫০ অপরাহ্ণ

মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। গত সোমবার (১৬ নভেম্বর, ২০২০ইং) সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উভয়ের কোভিড-১৯ পজেটিভ এসেছে। দু’জনেই আগের দিন রোববার (১৫ নভেম্বর, ২০২০ইং) নমুনা দিয়েছিলেন। গত সন্ধ্যায় রিপোর্ট জানার পর তারা দু’জনেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, তাদের কোন উপসর্গ ছিল না। তবে গত ২-৩ দিন ধরে জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করেও জ্বর সারছিল না। সেজন্য গত রোববার (১৫ নভেম্বর, ২০২০ইং) সকালে করোনা পরীক্ষার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নমুনা দেন। গত সোমবার (১৬ নভেম্বর, ২০২০ইং) সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তাদের উভয়েরই করোনা পজেটিভ আসে। নমুনা দেওয়ার আগে থেকেই তারা হোম আইসোলেশনে রয়েছেন। তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকেই উপজেলার সর্বত্র চষে বেরিয়েছেন এসিল্যান্ড এ.কে.এম. লুৎফর রহমান। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন, করোনা আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, অবাধ চলাফেরা নিয়ন্ত্রণসহ করোনা আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতিও তিনি। করোনার সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিতে না পেরে সে ব্যাপারে বাজার মনিটরিং এর দায়িত্বও পালন করেন এ কর্মকর্তা। করোনা মহামারির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত উপজেলাবাসীর সেবায় নিয়োজিত থাকা এসিল্যান্ড এ.কে.এম. লুৎফর রহমান নিজেও করোনায় আক্রান্ত হলেন। এদিকে মাস দু’য়েক আগে পাকুন্দিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন মো. সারোয়ার জাহান।
যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি উপজেলার সর্বত্র চষে বেড়ান। বিভিন্ন হাটবাজার, সংগঠন, মসজিদ, মন্দিরে ছুটে বেড়িয়েছেন তিনি। সাধারণ লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গত ২-৩দিন ধরে জ্বর ছিল আমার। গত (রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ইং) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। গত (সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ইং) সন্ধ্যায় জানতে পারলাম আমি কোভিড-১৯ পজেটিভ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান বলেন, করোনার শুরু থেকেই উপজেলাবাসীর পাশে থেকেছি। তাদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করেছি। এখন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। এ ব্যাপারে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর