বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

ই-পেপার

লামা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের লামা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ। ১৬ নভেম্বর লামা পৌরসভা হররুমে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক বিষয়, মামলা মোকাদ্দমা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন, ওসি তদন্ত আলমগীর। এসময় উজেলায় ভূমি রেজিষ্ট্রশনে সাধারন মানুষ হয়রানী হওয়ার কথা উঠে আসে। এর প্রতিবাদে সাধারণ মানুষ হরতাল-মানবন্ধন করার প্রস্তুতী নিচ্ছে। . উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালের সভাপতিত্বে সাধারণ সভায় বিভাগীয় কর্মকান্ডের অগ্রগতি প্রতিবেদন প্রদান করেন। এসময় করোনা পেক্ষাপটে শিক্ষা অফিসার স্লিপ এর অর্থ ব্যায় সংক্রান্ত বিষয়ে প্রশ্নবানের শিকার হন।

 

করোনাকালে বিদ্যালয় সমুহ চালু হলে করণীয় বিষয়ে শিক্ষা অফিসারের অনুমান নির্ভর বক্তব্যে তুপের মুখে পড়েন। . কৃষিবান্ধব (গম) চাষে কৃষকদেরকে উদ্ভুদ্ধ করার আহবান জানানো হয়। নদীতে বিষ প্রয়োগের মাধ্যমে মাতামুহুরী নদীতে মৎস্য প্রজনন ধংসকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবী জানানো হয়। সেচযোগ্য জমিতে তামাক চাষ বন্ধ রাখাসহ নদীর চরগুলোতে পেঁয়াজ চাষ করার বিষয়ে তামাক কোম্পানীর সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। . উপজেলা সদরের পাশে বাজার মারমা পাড়া সংলগ্ন চিতার লাশঘর, পৌরবাস টার্মিনালসহ বেশ কয়েকটি পয়েন্ট জুয়া ও মাদকের আড্ডা বন্ধের দাবী জানান বক্তারা। . মধুঝিরি ৭ নং ওয়ার্ডে এলোমেলো-৮০’র দশকে অপরিকল্পিতভাবে স্থাপিত ২টি বিদ্যুৎ লাইন সরানোর প্রস্তাব করা হয়। বিদ্যমান বিদ্যুৎ লাইন দুটির কারণে মধুঝিরি বিদ্যুৎ সঞ্চালনা কেন্দ্র থেকে ফরেষ্ট অফিস পর্যন্ত প্রায় অর্ধশত পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

 

. সভায় জনবল সংকটে পল্লী উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ভেটেনারী সার্জন না থাকায় এই গুরুত্বপুর্ন সেবা বঞ্চিত হচ্ছেন গবাদি পশু, এমন বক্তব্য উঠে আসে সভায়। . সভায় বলা হয় ফাঁসিয়াখালী হারগাজা থেকে বে-আইনিভাবে প্রতিদিন দু’শ্ গাড়ি বালু পরিবহন হচ্ছে! এর ফলে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হয়ে যোগাযোগ ব্যাবস্থা চরম হুমকীর মুখে রয়েছে। . মাদক ও জুয়ার আসর সম্পর্কে পুলিশকে তালিকা প্রদানের প্রস্তাবে বলাহয়, পুলিশ জানেননা, এমন কিছু নেই। সুতরাং পুলিশকে তালিকা প্রদানকারীদের আস্থা অর্জন করতে হবে পুলিশকে। বিট পুলিশিং এর ফলে আইন-শৃঙ্খলা অনেকটা ভালো বলে জানান জনপ্রতিনিধিরা। . ফাইতং ইউনিয়ন থেকে লামা রাস্তা দিয়ে ইয়াবা চালান হয়। ফাইতং ব্রিকফিল্ড অধ্যুষিত হওয়ায়, সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু শ্রমিক এর আগমন ঘটে। এদের অনেকে মাদক সেবন করে, এমন দাবী করে ফাইতং চেয়ারম্যান সেখানে নিরাপত্তা টহল জোরদারের কথা জানান। . অনুষ্ঠানে বাস ও জীফ মালিকদের পক্ষ থেকে ভাড়া মোটর সাইকেল নিয়ন্ত্রনের আহবান জানানো হয়। নেতারা নিরাপদ সড়কের ব্যাবস্থার দাবী জানিয়ে বলেন, লামা-আলীকদম সড়কটির দু’পাশ জঙ্গলাকীর্ন হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বিগত বর্ষায় ভাঙ্গন সৃষ্টি হয়। বিশেষ করে মিরিঞ্জা পর্যটন এলকায় রাস্তার দু:’পাশ ভেঙ্গে মারাত্বক ঝুঁকি বিরাজ করছে। . সভায় এলজিএসপি কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠে। আজিজনগর ইউনিয়নে মাদকের ছড়াছড়ি মোটামুটি আছে বলে জানান চেয়ারম্যান জসিম উদ্দিন। লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন আইন-শৃঙ্খলা নিয়ে বলেন, পুলিশ যদি আন্তরিক হয় মামলা ছাড়া আসামী ধরা যায়। সম্প্রতি মেরাখোলা মন্দিরে চুরির বিষয়ে মামলা না হওয়ায় পুলিশ কোন কার্যক্রম চালাতে পারছেন না। মাদক ও চুরির বিষয়ে পুলিশ আরো বেশি সজাগ হওয়ার আহবান জানান। .

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং আইন-শৃঙ্খলা নিয়ে বলেন, সরকার দল বলে আইন-শৃঙ্খলা নিয়ে মন্তব্য করা যাবেনা এমনটা ঠিক নয়। সত্যকারের বিষয়গুলো তুলে ধরা উচিৎ। মাদক নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা বেশি শংকিত। কারন মেজর অব: সিনহা ট্রাজেডির পর পুলিশ কিছুটা শিতিলতা অবলম্বন করছেন। তিনি বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা বিষয়গুলো নজরে রাখতে হবে। সড়ক ও জনপথ বিভাগ এর দায়িত্ব অবহেলায় আমরা গজালিয়া-আজিজনগর বাসিন্দা যোগাযোগ ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছি। তিনি পাথর উত্তোলন বিরোধী আইনের বাস্তব প্রয়োগ এর দাবী জানায়। . সভায় জনপ্রতিনিধরা জানান, টোব্যাকো কোম্পানীরা স্থানীয় উৎপাদিত(তামাক) পন্য থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে কর না দেয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেছে। কোম্পানীগুলো অত্রালাকার পরিবেশ ধংস করে তামাক চাষ করছে। কিন্তু কর দিতে তাদের কার্পন্যতা। কর চালু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় আয়ের উৎস চালুর দাবী জানানো হয়। . পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম বলেন, ৩য় পৌর পরিষদের মেয়াদ প্রায় শেষ। এ পরিষদের কার্যক্রমে সবাই সহযোগিতা করায় পরিষদ কৃতজ্ঞ। তিনি স্বাস্থ্য বিভাগে রোগিদের প্রদত্ত নিন্মমানের খাবার নিয়ে দু:খ প্রকাশ করেছেন। সড়কের দু’পাশের রেইন্ট্রি গাছগুলো কেটে শোভা বর্ধনকারী বৃক্ষ রোপনের আহবান জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর