নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “কলমের বার্তা”পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় “কলমের বার্তা’র অস্থায়ী কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে “কলমের বার্তা’ সম্পাদক মো. আব্দুুল মতিন সরকার এর সভাপতিত্বে ও বাংলার সংবাদ এর প্রকাশক শাহ আলী জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় “কলমের বার্তাকে” শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি রফিকুল ইসলাম হিরো অনলাইন নিউজ পোর্টাল কলমের বার্তা পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করে এবং ভবিষ্যতে আরও ভাল ভাল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভাল কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।
CBALO/আপন ইসলাম