রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
করোনা মহামারীতে ব্যক্তি ও সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নদী-খালের দ‚ষণ রুখতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঝালকাঠির অসীম-অঞ্জলী ফাউন্ডেশন।
শনিবার রাতে শহরের লঞ্চঘাট চত্বরে এ অুষ্ঠানের আয়োজন করা হয়।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সরকার অনুষ্ঠান শুরুতে এলাকাবাসীর মধ্যে সচেতনাম‚লক বক্তব্য রাখেন।
পরে ফাউন্ডেশনের সদস্য শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ফারুক হোসেন খানের সঞ্চালনায় করোনায় স্বাস্থ্যবিধি রক্ষায় এবং নদী-খালের দষণ মুক্ত রাখতে সংগীত ও জারি গান পরিবেশিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: অসীম কুমার সাহা অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন।এলাকাবাসী ও সচেতন মহল নদী-খালের দ‚ষণ মুক্ত রাখতে এমন কর্মসূচী পালন করায় সাধুবাদ জানান।
CBALO/আপন ইসলাম