রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বান্দরবানের চিম্বুক পাহাড়ের আদিবাসীদের ভূমি দখল করে সিকদার গ্রুপের হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণ চক্রান্ত রুখে দেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা আল কাদেরী জয়, বিধান সিকদার, সুজন সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।
CBALO/আপন ইসলাম