সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’” বীরগঞ্জে এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

আওয়ামী লীগ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না -মির্জা ফখরুল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৮:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সরকার থাকলে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকলে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা নিরপেক্ষ সরকারের

অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। সেজন্য সরকারকে বলব, পদত্যাগ করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদের জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে বিদায় হতে হবে।’

মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশ হয়। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার একই দাবিতে সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ হবে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখলাম এত সন্ত্রাস, কারচুপি ও ভয়ভীতি প্রদর্শনের পরও শতকরা ১৪-এর বেশি কমিশন দেখাতে পারেনি। নির্বাচন কমিশন কী হাস্যকর কথা, অদ্ভুত এবং কী লজ্জার কথা। চিফ ইলেকশন কমিশনার বলছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আমেরিকার নির্বাচন কমিশনের চেয়েও উন্নত। যুক্তরাষ্ট্র ৫ দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, এটা আমরা ৫ মিনিটে পারি। এজন্যই এটা পারবেন, আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। এই নির্বাচন কমিশনের লাজ-লজ্জা, শরম, হায়া বলে কিছু নেই। লজ্জা-শরম যদি থাকত অনেক আগেই তারা পদত্যাগ করে চলে যেত। তারা স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের বংশবদ হয়ে ক্রীড়নক হিসেবে কাজ করছে।’

পরে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার বিভিন্ন স্থানে কে বা কারা বাস পুড়িয়ে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপির ওপর। সেই আগের খেলা, তারা এজেন্টদের দিয়ে নাশকতামূলক কাজ করাবে আর সেটা বিএনপির ওপর চাপিয়ে দেবে। কেউ যেন এই ধরনের ফাঁদে পা না দেয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। অন্যদিকে রাজনীতিকে একেবারে পুরোপুরিভাবে নিজের মতো করে আয়াত্তে নিয়ে এসে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে। মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার তাদেরই ধারাবাহিকতায় এরা কাজ করে যাচ্ছে। সেই একইভাবে এখন মাইনাস ওয়ান ফর্মুলা নিয়ে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন কোনো সহজ আন্দোলন নয়। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, এই আন্দোলনে অনেক অনেক আত্মত্যাগের প্রয়োজন হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর