ধোবাউড়া প্রতিনিধিঃ
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিডি ক্লিন ধোবাউড়া টিমের ৯ম ইভেন্ট সম্পন্ন হয়েছে। বিডি ক্লিন ধোবাউড়া টিম এর নিয়মিত “পরিচ্ছন্নতা কার্যক্রম ” এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় বিডি ক্লিন ধোবাউড়া টিমের সদস্য রাজিব সরকারের শপথ পাঠের মাধ্যমে উপজেলার সিএনজি স্টেশন, উপজেলা গোলটেবিল ও তার আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।
এরই পাশাপাশি জন সাধারণ, হকার ও ব্যবসায়ীদের, মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বিডি ক্লিন ধোবাউড়া টিমের সদস্যরা। বিডি ক্লিন ধোবাউড়া টিমের সদস্য খায়রুল ইসলাম রতন জানান পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বিডি ক্লিন ধোবাউড়া টিমের এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন আমাদের, আর এই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে ধোবাউড়া উপজেলার বিডি ক্লিনের সদস্যরা।
CBALO/আপন ইসলাম