বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে হীরক জয়ন্তীর জমকালো দীপাবলি উৎসব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১২:৪২ পূর্বাহ্ণ

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

আজ কালীপূজা।শারদীয় দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।বিভিন্ন স্থানে এই পূজা শ্যামাপূজা বলে পরিচিত।একই সঙ্গে আজ উদযাপিত হয় দীপাবলি উৎসব।

কালীপূজা এবং ঐতিহ্যবাহী রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের হীরক জয়ন্তী উপলক্ষে শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের পরিচালনা পর্ষদের উদ্যেগে মন্দির প্রাঙ্গনে প্রদীপের আলোকরশ্মি, মোমবাতি প্রজ্বলন, একশত রঙিন ফানুস ও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে রামগড় পৌর শহর।

সন্ধ্যায় প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা। এসময় সস্ত্রীক উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন রামগড় উপজেলা নির্বাহি অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ,সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার উপ পরিচালক (শস্য) নাসির উদ্দিন চৌধুরী,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি)সজিব কান্তি রুদ্র,রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন সহ প্রমুখ।

রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ বলেন,মুক্তমঞ্চে প্রথমবারের মত করোনাভাইরাস মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই স্বাস্থ্যবিধি মেনে এবার এই ঝমকালো উৎসবের আয়োজন করা হয়েছে। এখন থেকে আমাদের প্রচেষ্টা থাকবে অনুষ্ঠানটি নিয়মিত চালু রাখার।সবার জন্য উপভোগ্য উৎসবমুখর এই অনুষ্ঠানগুলো পারস্পরিক সম্প্রীতি বাড়াবে বলে আমাদের বিশ্বাস।

অপরদিকে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা দীপাবলি উৎসবে সবার মঙ্গল কামনায় উপজেলা পরিষদ চত্ত্বরে শতাধিক মোমবাতি প্রজ্বলন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর