মোঃ নাজমুল হুদা,লামাঃ
বান্দরবানের লামায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে গভীর রাতে পাচারকালে এক পিকআপ অবৈধ চোরাই গর্জন, শিউরীসহ অন্যান্য কাঠ জব্দ করা হয়েছে। ১৪ নভেম্বর শনিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে লামা পৌরসভার চাম্পাতলীস্থ মাতামুহুরী ব্রিজের উপর চোরাই গাছ ভর্তি পিকআপটি আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানায়, আজ ভোর রাতে অভিযানে অবৈধ গর্জন,শিউরী,গুদা,গুড়ঘটিয়াসহ ২৫টি মোট ৯৪.৫৮ ঘনফুট কাঠ আটক করে জব্দ করা হয়।
সেক্ষেত্রে সেনাবাহিনীর লামা ক্যাম্পের দায়িত্বরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাত হোসেন সঙ্গীয় সেনা সোর্স নিয়ে অভিযানে নেতৃত্ব দেন। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা বনচৌকির স্টেশন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জানান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বন আইনে মামলার প্রক্রিয়া চলছে। লামা বিভাগীয় বন অফিসের রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ বলেন, জব্দকৃত কাঠ গুলো আমাদের হেফাজতে নিয়ে এসেছি,মামলা রেকর্ড করা হচ্ছে।তিনি আরও জানান,আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
CBALO/আপন ইসলাম