রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মরহুম আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ কুদ্দুস খান।
এ সময় উপস্থিত ছিলেন গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, কলেজের অধ্যক্ষ পীযুষ কান্তি মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জাপা’র জেলা আহ্বায়ক এড. আনোয়ার হোসেন আনু, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ হুমায়ূন হোসেন, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফিরোজ আহমেদ মন্টু, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান পিন্টু, কলেজের বিভাগীয় প্রধান প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, শিক্ষক মাঈনুদ্দিন রমিজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসী। মরহুম মোঃ আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মিজানুর রহমান।
CBALO/আপন ইসলাম