এম ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর উপজেলার আকড়াখোলা বাজারে ফ্রান্সে, মহানবী হযরত মুহাম্মদ (সা:) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আকড়াখোলা বল্লী হাইস্কুল মাঠে ইমাম পরিষদ এর আয়োজনে বিকাল ৩ টায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় মাওঃ ইউনুস আল-আনছারীর সভাপতিত্বে মাওঃ জাহিদ বিন মশিউর, মাওঃ মোতাছিন বিল্লাহ, মাওঃ আব্দুল গফুর, শাহিদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে নবীকে কটুক্তি করার প্রতিবাদে ফ্রান্সের সকল পন্য বর্জন সহ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বিশ্ব মুসলিম জাতীর কাছে ক্ষমা চাইতে হবে বলে হুশিয়ারী দেয়া হয়। সভায় আখড়াখোলা সহ আশপাশের তাওহিদী নবীপ্রেমি হাজার হাজার জনসাধারণ উপস্হিত হয়ে নবীর কটুক্তির প্রতিবাদ জানাই। সভা শেষে আখড়াখোল বাজার সহ আশেপাশের রাস্তায় পদসভা করে ফ্রান্সের প্রধানমন্ত্রীর শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি করা হয়।
CBALO/আপন ইসলাম