রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়া থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলাকে মাদক মুক্ত, বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে জনগনের সেবা প্রদানের জন্য পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী গৈলা বাজারে অনুষ্ঠিত ওপেন হাউস ডে’র মত বিনিময় সভায় গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার।
আলোচনা সভায় উপজেলাকে মাদক মুক্ত, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধের উপর অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযােদ্ধা আব্দুল কাদের, ইউপি সদস্য শহিদুল ইসলাম। সভায় এলাকার ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম