মোঃ আমিনুল ইসলাম,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম আরজু এর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাঁতী থেকে বিশাল গণসংযোগ মিশিল বের হয়। পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী বর্তমান পৌর প্যানেল মেয়র (কাউন্সিল) আমিরুল ইসলাম আরজু বিশাল গণসংযোগ করছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্লোগানে মুখরিত গণসংযোগ টি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে থানা মোর অতিক্রম করে ঝিকিরা, শ্রীকোলা এবং শ্যামলীপাড়া প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কাওয়াক মোরে এসে শেষ হয়। গণসংযোগকালে মেয়র প্রার্থী আমিরুল ইসলাম আরজু সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং পৌর মেয়র নির্বাচনে সকলের কাছে দোয়া চেয়েছেন।
গণসংযোগে অংশগ্রহণ করেন প্রায় ৫ হাজার নেতাকর্মী ও জনসাধারণ। নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম আরজু জানান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হয়ে সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আমিরুল ইসলাম আরজু পৌর এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন তিনি যদি আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পাই এবং মেয়র নির্বাচিত হই, তাহলে মেয়র হিসেবে নয় জনগণের সেবক হয়ে ২৪ ঘণ্টা সকলের পাশে থাকব। পৌর সভার সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনায় উল্লাপাড়া পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ ।
CBALO/আপন ইসলাম