হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি:
বুধবার রাত ৯ টার দিকে নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণ খোকসাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ মোট সাতটি ঘর পুরে ছাই হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, “আগুনটি ওই এলাকার মতিন্দ্রনাথ রায়ের ছেলে উমা পদ রায়ের একটি রান্নাঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত এবং মুহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। এতে উপাপদ রায়ের মোট ৭টি ঘরসহ গবাদিপশু আগুন পুড়ে ছাই হয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাহিনী, দীর্ঘ সময় চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণ আনে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার আবদুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং দীর্ঘ সময় চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে”।
CBALO/আপন ইসলাম