অনলাইন ডেস্ক:বিদ্যা সিনহা মিম প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে হাঁটছেন। নাটক, বিজ্ঞাপনে নিজের জাত চিনিয়ে এবার থিতু হয়েছে বড়পর্দায়। এসবের বাইরে প্রায়ই ব্রাইডাল শুটে অংশ নেন মিম। যার ফলে, একাধিকবার বউয়ের সাজে দেখা গেছে তাকে।
এবার প্রথমবারের মতো জামদানী শাড়িতে বউ সাজলেন বিদ্যা সিনহা মিম। নিজের ভেরিফায়েড ফেসবুকে সে ছবি শেয়ার করে এ তথ্য জানিয়েছেন মিম নিজেই।
সাদা জামদানির সঙ্গে ভারি জুয়েলারিতে বেশ অপরূপা লাগছে মিমকে। এমনটা মন্তব্য নেটিজেনদের। ভক্তরা এ সাজের বেশ প্রশংসা করছেন ছবির কমেন্টস ঘরে।
শুধু ভক্তরাই নয়, শোবিজ অঙ্গনের অনেকেই প্রশংসা করেছেন মিমের এ সাজের। পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ! বিদ্যা সিনহা সাহা মিম খুব মিষ্টি আর মার্জিত পোস্ট। কি যে সুন্দর লাগছে তোমাকে।’ তার নিচেই ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা লিখেছেন, ‘জাস্ট স্পীচলেস’।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাইডাল শুটের জন্য ১০০ বারের বেশি বউ সেজেছেন মিম। তবে নিজের বিয়েতে একদম সাদামাটাভাবে সাজতে চান এ নায়িকা।