মোঃ নাজমুল হুদা,লামাঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে প্রতি বছরের ন্যায় ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম,সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আজিজনগর ইউনিয়ন যুবলীগ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাবুল ডানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লামা উপজেলা যুবলীগের সভাপতি,ও লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অারও উপস্থিত ছিলেন- লামা উপজেলার রাজপথ কাপানো লড়াকু সৈনিক আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার দাশ,যুগ্ন সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন- আজিজনগর ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেত্রীবৃন্দ। আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মার্মা, সহ- সভাপতি – জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন, মহিলা আওয়ামী লীগ সভাপতি – মনোযারা বেগম, সাধারণ সম্পাদক কুলছুমা আক্তার, সাবেক ছাত্র নেতা ও লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দীন রানা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বক্তরা বলেন,দেশের স্বাধীনতার পর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ। বর্তমান রাজনীতির মুল আন্দোলনকারী দল হল যুবলীগ। তাহারা ৩০০ নং আসনের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির নেতৃত্ত্বে যুবলীগ কে আর রাজনৈতিক ভাবে এগিয়ে চলার আহ্বান জানান এবং পরিচ্ছন্ন রাজনীতি করার পরামর্শ দেন।
প্রধান অতিথি বলেন, আমি গর্বিত কারণ আমি যুবলীগ করি। রাজনীতির মুল ধারাক হল যুবকগণ, শেখ ফজলুল হক মণির প্রচেষ্টায় ১৯৭২ সালে ১১ অক্টোবর বলিষ্ঠ নেতুত্বে যুবলীগ গঠন করা হয়। তিনি বার বার মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির নেতৃত্বের প্রসংশা করেন এবং বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
CBALO/আপন ইসলাম