বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

ই-পেপার

বমু বিলছড়িতে শহীদ আবদুল হামিদের জন্মভিটা পরিদর্শন করলেন; চকরিয়ার ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামাঃ

চকরিয়ার সিটমহল খ্যাত বমু বিলছড়ি ইউনিয়নে জন্ম নেওয়া জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ এর জন্মভিটা পরিদর্শন করলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। বুধবার (১১ অক্টোবর, ২০২০ ইং) বিকালে বমু পানিস্যাবিল (৫ নং ওয়ার্ড) জন্মভূমির স্মৃতি চিহ্ন মরহুম আব্দুর সত্তার মাষ্টার এর পুরাতর জরাজীর্ণ বসতঘরটি পরিদর্শন করেন। এ সময় সাথে আরও উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব,লামা প্রেস ক্লাবের সম্পাদক মোঃ কামরুজ্জামান,প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান প্রমূখ।

 

প্রসংগত,তিনি (ইউএনও) চকরিয়া বমু বিলছড়ি ইউনিয়ন পরিদর্শনে এসে প্রথমে বীর মুক্তিযোদ্ধা শহীদের জন্ম ভিটেমাটি পরিদর্শন করেন।বমু বিলছড়ি ইউনিয়নের বমুখালের তীরর্তী ছোট্ট একটি টিলায় জন্ম নেয়া এই বীর সেনানী ১৯৭১ সালের ৪ ঠা নভেম্বর পাকহানাদার বাহিনীর দোসর দেশীয় আলবদর-আলসামস তথা ফুরিক্ষা বাহিনীরদ্বারা ধৃত হন। ১৯ নভেম্বর-৭১ পাক বাহিনীর ক্যাপ্টেন আসিফ রিজভী-মেজর জামানের দল টেকনাফে এই বীরকে প্রথমে গুলি পরে মস্তক আলাদা করে!!২৪ ডিসেম্বর/৭১ বৃহত্তর কাকারা উনিয়নের শাহ উমর (র:) এর মাজার সংলগ্নে শহীদ আবদুল হামিদকে সামরিক কায়দায় সমাহিত করা হয়।

 

তাঁর সমাধি ফলকে লেখা আছে “যাঁদের রক্তে মুক্ত এ দেশ, তাঁদেরই একজন শহীদ আবদুল হামিদ” আমরা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শামসুল তাবরীজকে স্যালুট জানাই তিনি, এই বীরের সমাধিস্থলকে দৃষ্টিনন্দন করবেন বলে আমাদেরকে আশ্বস্থ করেছেন। একই সাথে তাঁর জন্মভিটাকে স্মৃতিতে অমর রাখার প্রয়াস নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর